উপজেলা সদর থেকে ২ নং গোপালপুর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-
ক) উপজেলা সদর থেকে গোপালপুর বাজার পর্যন্ত -অটো-রিক্সা- ১৫/= থেকে ২০/= (জনপ্রতি)।
খ) গোপালপুর বাজার থেকে গোপালপুর খেয়াঘাট এবং বাজড়া পর্যন্ত-অটো রিক্সা ১০/= (জনপ্রতি), ভ্যানে-১০-১৫/- (জনপ্রতি)।
গ) গোপালপুর বাজার থেকে কুচিয়াগ্রাম বটতলা পর্যন্ত- অটোরিক্সা-১০/=(জনপ্রতি)।
ঘ) কুচিয়াগ্রাম বটতলা থেকে পাড়াগ্রাম, পবনবেগ, দিগনগর বাজার পর্যন্ত- অটোরিক্সা-২৫/=(জন প্রতি), ভ্যানে- ৩০/= (জনপ্রতি)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস