Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃত্রিম প্রজনন কেন্দ্র

২ নং গোপালপুর ইউনিয়নের কৃত্রিম প্রজনন পয়েন্ট টি গোপালপুর বাজারের ইউনিয়ন পরিষদ ভবনের ৪ নং কক্ষের নিচ তলায় অবস্থিত। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট(এন এ টি পি)-এর কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র,প্রাণী সম্পদ অধিদপ্তর এর আওতাধীন এ অফিসটি।

কি সেবা কি ভাবে পাবেন :-

১) গাভীকে কৃত্রিম প্রজনন করা হয়(সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে (অফিস চলাকালীন সময়ে)। তবে কৃষক/খামারীর সুবিধা অনুযায়ী যে কোন সময় সেবা প্রদান করা হয়ে থাকে।

২) হাঁস-মুরগী,গরু-ছাগল ইত্যাদি প্রাণীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

৩) প্রতি বুধবার FIAC এর মাধ্যমে প্রানী সম্পদ বিষয়ক পরামর্শ/তথ্য দেওয়া হয়।